গরমে বিড়ালের যত্ন- Caring Cats in Summer

বিড়াল সাধারণত কুকুরদের তুলনায় বেশি তাপ সহনশীল। এমনিতে তারা উষ্ণ স্থানেই থাকতে পছন্দ করে। কিন্তু গ্রীষ্ম হোক বা বর্ষা—এখন আমাদের দেশের গরম এক অসহনীয় পর্যায়ে চলে গেছে। প্রতিবছর অত্যধিক তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে আপনার যদি বিড়ালছানা থাকে, তবে তার যত্নে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন।

বিশেষজ্ঞের মতামত অনুযায়ী, ২৮ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা বিড়ালের জন্য আরামদায়ক নয়। তবে এই তাপমাত্রা বিড়ালের ব্রিডের ওপর নির্ভর করে। পার্শিয়ান ও সিয়ামিজ ব্রিডের বিড়ালের দেহে পশমের পরিমাণ অধিক থাকার কারণে তাদের তাপ সহনশীলতা এশিয়ান ব্রিডের তুলনায় কম। আর বিড়াল ছোট থাকলে তারা বেশি সংবেদনশীল হয়। সব মিলিয়ে গরম আবহাওয়ায় বিড়ালছানার বিশেষ যত্ন ও সতর্কতা প্রয়োজন।

বাংলাদেশের গরম আবহাওয়ায় বিড়ালকে মাসে অন্তত দুবার ঈষদুষ্ণ পানিতে গোসল করিয়ে তোয়ালে দিয়ে পুরো শরীর ভালোভাবে মুছিয়ে দিতে হবে। অনেক বিড়ালের ঠান্ডার ধাত থাকে। আর বিড়ালছানার খুব সহজেই ঠান্ডা লেগে যায়। তাই পশম ভালোভাবে শুকিয়ে ফেলার জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করা যেতে পারে।

বর্তমানে বাজারে বিড়ালের জন্য নানা রকম শ্যাম্পু কিনতে পাওয়া যায়। গোসলের জন্য শ্যাম্পু ব্যবহার করলে বিড়ালের ত্বক ও পশম ভালো থাকে। পাশাপাশি দেহে পোকামাকড়ের উপদ্রব কমে যায়। চিরুনি দিয়ে শুকিয়ে যাওয়া পশমগুলো বেশ ভালোভাবে গ্রুমিং করে দিলে বিড়ালছানা আরাম পায় এবং তার দেহে রক্ত চলাচল বৃদ্ধি পায়। কিন্তু ছোট বিড়ালছানার ক্ষেত্রে এ সময় হালকা হাতে তা করতে হবে।

অতিরিক্ত তাপমাত্রায় বিড়ালছানার অস্বস্তি হচ্ছে কি না বুঝতে পারার সহজ উপায়, তাদের হাত–পায়ের তালু ও নাকের অগ্রভাগের আর্দ্রতার দিকে খেয়াল রাখা। এ সময় ঘরের বিভিন্ন কোণায় পরিষ্কার পাত্রে পানি থাকা প্রয়োজন। বিড়ালটি নিয়মিত পানি পান করছে কি না, সেদিকে অবশ্যই লক্ষ রাখতে হবে।

শুকনা ক্যাট ফুডের পাশাপাশি কিছুটা পানিযুক্ত খাবার, যেমন সেদ্ধ মাছ বা মাংস তাদের খাবারে বৈচিত্র্য আনতে পারে।

তুলনামূলকভাবে ঠান্ডা জায়গা, যেমন ঘরের কোণা, দরজার আড়াল, বিছানার নিচের অন্ধকার ও শীতল স্থানে বিড়ালছানা এ সময় থাকতে ভালো বোধ করে। তার ঘুম ও খেলাধুলা স্বাভাবিক আছে কি না, সেদিকে লক্ষ রেখে তার পছন্দনীয় স্থানেই ঘুমের জন্য ব্যবস্থা করে দেন। বিড়ালকে শীতাতপনিয়ন্ত্রিত ঘরে রাখতে এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতাকে প্রতিহত করতে নিরুৎসাহিত করেন পশু চিকিৎসকেরা। বাড়িতে এসির পরিবর্তে ফ্যানের ব্যবহার বিড়ালছানার জন্য বেশি উপযোগী। অতিরিক্ত তাপমাত্রায় বিড়ালের হাত ও পায়ের তালু ধুইয়ে দেওয়া এবং ফ্যানের কাছাকাছি রাখা হলে, সে কিছুটা স্বস্তি বোধ করবে।
সূত্র: পেট হেলথকেয়ার, পেট এমডি

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
Home
Search
Cart
Account
Scroll to Top